ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন মোসাদ্দেক হোসেন। ব্যাটে-বলে পারফর্ম করেছেন। কিন্তু তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজের জন্য দলে বিবেচনা করা হয়নি।
Advertisement
তখন ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে মোসাদ্দেক প্রসঙ্গ আসতেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, যতদিন দলে মেহেদী হাসান মিরাজ আছেন, ততদিন দলে মোসাদ্দেকের সুযোগ নেই।
লিপুর এমন মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছিল। মিরাজ তো ওয়ানডে দলের অধিনায়ক এখন। তার বাদ পড়ার সুযোগ নেই। মিরাজ খেললে মোসাদ্দেক থাকবেন না। তবে কি মিরাজের জন্য মোসাদ্দেকের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে?
আশরাফ হোসেন লিপু সেই মন্তব্যের জন্য অবশেষে দুঃখপ্রকাশ করেছেন। মোসাদ্দেকের কাছেও ‘সরি’ বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক।
Advertisement
আজ বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লিপু বলেন, ‘আপনারা অনেকেই ইউটিউবিং করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমিও কলাম লিখতাম, সেখানে শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম।’
গাজী আশরাফ যোগ করেন, ‘আমি আসলে একটা প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ সুযোগ নেই। সে রাতেই প্রস্তুতি ম্যাচ দেখতে চট্টগ্রামে যাওয়ার পর ওখানে মনে হলো, আমি তিনটা শব্দে ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ অনেক কম। এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল।’
বিষয়টি নিয়ে মোসাদ্দেকের সঙ্গেও কথা বলেছেন জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমি নিজেও জিনিসটা উপলব্ধি করেছিলাম, আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুই দিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, আমি এভাবে বোঝাতে চাইনি। আমি তাকে সরি বলেছি।’
এমএমআর/জিকেএস
Advertisement