খেলাধুলা

জার্মানি খুবই বাজে খেলেছে : জোয়াকিম লো

বিশ্বচ্যাম্পিয়নদের এমন শুরু! মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু হলো জার্মানির। হার তো সবসময়ই হতাশার। তবে দলের কোচ জোয়াকিম লো আরও বেশি হতাশ এই কারণে যে, মাঠে ভীষণ ছন্নছাড়া মনে হয়েছে চারবারের চ্যাম্পিয়নদের।

Advertisement

মেক্সিকোর বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল জার্মানি। কিন্তু মাঠে তাদের একেবারেই ফেবারিট মনে হয়নি। ডিফেন্সে বিস্তর ফাঁক ছিল। যেটা কাজে লাগিয়ে ম্যাচের ৩৫ মিনিটেই মেক্সিকোকে এগিয়ে দেন হারভিং লোজানো। এরপর আরও কয়েকটি সুযোগ পেয়েছে মেক্সিকানরা। যদিও গোল পায়নি।

জোয়াকিম লো দলের এমন ফলে যারপরনাই হতাশ। বিশেষ করে প্রথমার্ধে তার শিষ্যরা একদমই ভালো করতে পারেনি, মনে করছেন জার্মান কোচ, 'প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। আমরা নিজেদের স্বাভাবিক খেলার ধরণ, আক্রমণ আর পাসিংটা করতে পারিনি।'

১৯৮২ সালের পর এবারই বিশ্বকাপে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলো জার্মানির। পরের দুই ম্যাচে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে তাদের। জোয়াকিম লো বলেন, 'প্রথম ম্যাচে হার অবশ্যই হতাশাজনক। আমরা এই ধরণের পরিস্থিতিতে অভ্যস্ত নই। আগের টুর্নামেন্টগুলো আমরা সবসময়ই প্রথম ম্যাচ জিতেছি। তবে যা হয়েছে, মেনে নিতেই হবে।'

Advertisement

বিশ্বকাপের ইতিহাসে কখনই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি জার্মানি। এবার তাদের সেই রেকর্ডটাও হুমকির মুখে। যদি 'এফ' গ্রুপ থেকে তারা দ্বিতীয় হয়ে উঠেও যায়, তবে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি পড়তে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের।

তবে আপাতত শুধু গ্রুপপর্ব নিয়েই ভাবছেন লো। আগামী ২৩ জুন সোচিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ। চারদিন পর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। জার্মান কোচ মনে করছেন, অভিজ্ঞতা দিয়েই সামনের বিপদগুলো পাশ কাটাতে পারবে তার দল, 'হারের পর ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে দলের। না বললেও বোঝা যাচ্ছে আগামী ম্যাচটি আমাদের জন্য বড় নির্ধারক হবে। আমাদের অবশ্যই ম্যাচটা জিততে হবে।'

এমএমআর/জেআইএম

Advertisement