খেলাধুলা

বিশ্বকাপের গান নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবার বিশ্বকাপে দর্শকদের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করে বিশ্বকাপের থিম সং। তবে এবার কেন যেন একটু ঝিমিয়েই মুক্তি পেল বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’। আর দর্শকদের মাঝেও গানটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ২০১০ এ কে’নানের ‘ওয়েভ ইন ফ্ল্যাগ’ অথবা শাকিরার ‘ওয়াকা ওকাকা’ কোনটির ধারে কাছেও যেন নেই এবারের গানটি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই চলছে আলোচনা সমালোচনা। অনেকে তো এটাও বলছে কীভাবে এরকমের গান বিশ্বকাপের থিম সং হিসেবে মুক্তি পেল। এরকম সুর কখনও যে ল্যাটিনদের সাথে যায়না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে অনেক দক্ষিণ আমেরিকান। ‘বিশ্বকাপের সাথে কখনও এই গানের সুর যায় না। ‘লিভ ইট আপ’ এর সাথে কি মেসি কখনও নাচতে পারবে?’ প্রশ্ন করেছেন এক ভক্ত। আবার অন্য একজন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে বলেছেন, ‘আগেরগুলো ছিল চিত্তাকর্ষক, তবে এবারের বিশ্বকাপের গানে পুরোপুরি বিশ্বকাপের মন্ত্র বহন করেছে।’ রাশিয়া বিশ্বকাপের থিম সংটি তৈরি করেছেন আমেরিকান র‍্যাপার উইল স্মিথ। তার সঙ্গে গানে সুর দিয়েছেন কলম্বিয়ান নিকি জ্যাম আর ইরা ইস্ত্রাফি। ১৫ জুলাই রাশিয়ার মস্কোতে দর্শকের সামনে ‘লিভ ইট আপ’ গানে পারফর্ম করতে দেখা যাবে এই তিন গীতিকারকে। এত বড় মঞ্চে গান গাওয়া সম্পর্কে স্মিথ বলেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে গান গাওয়ার সুযোগ পাওয়াটা সত্যি খুবই সম্মানের ব্যাপার।’

Advertisement

নায়ক-গায়ক দুই ক্ষেত্রে সমান পারদর্শী হলেও উইল স্মিথ কিছুদিন ধরেই ছিলেন গানের জগতের বাহিরে। তবে আবার নাকি নিয়মিত হতে যাচ্ছেন এই আমেরিকান র‍্যাপার। নিজের ইন্সটাগ্রামে সেই বার্তাই দিয়ে রেখেছেন স্মিথ। ‘স্টুডিওতে ফিরতে যাচ্ছি, এটা তো শুধু প্রস্তুতি।’

এসএস/আরআর/পিআর

Advertisement