ফুটবল ও ক্রিকেটে মোহামেডান-আবাহনীর লড়াই আসে মাঝেমধ্যে; কিন্তু ঘরোয়া হকিতে সাদা-কালো ও আকাশী-হলুদ দ্বৈরথ যে ভুলতেই বসেছেন ক্রীড়ামোদীরা! ২০১৬ সালের ২১ জুনের পর দেশের দুই জনপ্রিয় ক্লাবের হকির যুদ্ধটা আর দেখা যায়নি। যাবে কী করে? ঘরোয়া হকি তো নিয়মিতই না এখন।
Advertisement
২৩ মাস আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সুপার সিক্সের খেলায় আবাহনী ৪-২ গোলে হারিয়েছিল মোহামেডানকে। তার আগে লিগম্যাচে দুই দলের খেলা ছিল ২-২ গোলে ড্র। প্রায় দুই বছর পর সোমবার দ্বৈরথ মোহামেডান-আবাহনীর। মওলানা ভাসানী স্টেডিয়ামে দেশসেরা দুই ক্লাবের লড়াইটা শুরু হবে বিকেল সাড়ে ৪ টায়।
প্রিমিয়ার লিগে সোমবার দুই দলেরই নবম ম্যাচ। ৮ ম্যাচ করে খেলে সবগুলোই জিতেছে মোহামেডান-আবাহনী। ২৪ পয়েন্ট করে নিয়ে তারা আচ্ছে যৌথভাবে টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেরিনার্স।
দুই দলের কোচই এ ম্যাচটিকে নিয়েছেন লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে। মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ বলেছেন, ‘আমাদের শিরোপা জিততে হলে এ ম্যাচে পূর্ণ পয়েন্টই পেতে হবে। দুই দলই এখন পর্যন্ত লিগে ভালো খেলেছে। আমি মনে করি, ফিফটি ফিফটি চান্স থাকবে। আশা করি, ভালো খেলেই আমার জিতে মাঠ ছাড়তে পারবো।’
Advertisement
আবাহনীর কোচ মাহবুব হারুনও মনে করছেন শিরোপা পুনরুদ্ধারের দৌঁড়ে টিকে থাকতে এ ম্যাচ জিততেই হবে ‘এ দুই দলের ম্যাচ মানেই মনস্তাত্ত্বিক বিষয়টা বেশি কাজ করে। মনস্তাত্ত্বিক লড়াইটা যারা ওভারকাম করতে পারবে তাদেরই জয়ের সুযোগ বেশি থাকবে। মোহামেডানের বিদেশি খেলোয়াড়রা ভালো। তারপরও আমাদের চেষ্টা থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার।’
আরআই/আইএইচএস/পিআর