মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর আজিমপুর এলাকার চার ফার্মাসি ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
প্রতিষ্ঠানগুলো হলো- লাইফ কেয়ার, মাস্টার ফার্মাসি, জেবি ফার্মা, ইডেন স্কয়ার এবং বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার।
বুধবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এবং জান্নাতুল ফেরদাউস। অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।
Advertisement
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, বুধবার ঢাকার লালবাগ থানার আজিমপুর এলাকায় ১০টি মেডিসিন ও ফার্স্ট ফুডের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি প্রতিষ্ঠানকে মোট ৮৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আর ভোক্তা সংরক্ষণ আইন যথাযথ পরিপালন ও ভোক্তার অধিকার খর্ব হয় এমন কোনো কর্মে লিপ্ত না হওয়ায় অপর ৫টি প্রতিষ্ঠানকে কোনো প্রকার জরিমানা করা হয়নি।
এসআই/বিএ
Advertisement