খেলাধুলা

আবারও নিষিদ্ধ হচ্ছেন রামোস

নিষেধাজ্ঞার কারণে শেষ আটের দ্বিতীয় পর্বে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামা হয়নি রিয়াল মাদ্রিদের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসের। দল সেমিফাইনালে ওঠার পরও তার খেলা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।

Advertisement

শেষ আটের দ্বিতীয় পর্বের ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসেই দেখছিলেন রামোস। তবে ম্যাচের ৯৩ মিনিটে পেনাল্টি নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হলে ভিআইপি গ্যালারি ছেড়ে চলে আসেন মাঠে প্রবেশের টানেলের মুখে। আর এতেই সর্বনাশ হওয়ারই যোগার সার্জিও রামোসের।

উয়েফার আইন অনুযায়ী খেলার মাঠের সীমানার ধারেকাছেও আসতে পারবেন না তালিকার বাইরের কোন খেলোয়াড়। রামোস ফাঁসছেন সে আইনেই। ফলে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে নিষিদ্ধ হয়ে আবারও ভিআইপি গ্যালারিতে বসে থাকতে হতে পারে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে।

অবশ্য পার পেলেও পেয়ে যেতে পারেন রামোস। কারণ, কাছে চলে আসলেও মাঠে পা রাখেননি রিয়াল অধিনায়ক। এ যুক্তিতে ছাড় পাওয়ার একটা সুযোগ আছে। সবকিছু নির্ভর করছে ম্যাচ রেফারি মাইকেল অলিভারের তদন্ত প্রতিবেদনের উপর।

Advertisement

এর আগে এরই অভিযোগে ফেঁসেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোও। ২০১৪ সালে গ্যারেথ বেল গোল করার পর সীমানা টপকে মাঠে চলে আসায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এ স্প্যানিশ সাবেক ফুটবলার।

এমআর/পিআর