বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, গান, খাবার, খেলা ইত্যাদি তুলে ধরে কলকাতায় একটুকরো 'বাংলাদেশ' ফুটিয়ে তুলতে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী 'প্রাণের বৈশাখ' মেলার। আগামী ১৪ ও ১৫ এপ্রিল উত্তর কলকাতার শ্যাম পার্কে আয়োজিত এই মেলায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অংশ নিচ্ছেন। এই আয়োজনে থাকছেন- অভিনেতা শাকিব খান, শুভশ্রী, রাজতাভ ছাড়াও প্রায় এক ডজনের বেশি অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা।
Advertisement
প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কলকাতায় এই প্রথম এমন আয়োজন ঘিরে চারদিকে তাই চলছে সাজ সাজ রব। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় দেখা মিলছে পোস্টার, ব্যানার।
প্রাণের বৈশাখ মেলা- এমন আয়োজনের মধ্য দিয়ে মূলত বাংলাদেশের চিরাচরিত ঐতিহ্য-সংস্কৃতি-কৃষ্টি তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে বলে জানান আয়োজকদের প্রতিনিধি আরিফুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এই বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরার করার কথাও জানালেন প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওই কর্মকর্তা। তিনি বললেন, প্রাণ লিচি ড্রিংস নিবেদিত এই মেলা নিয়ে এদিন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Advertisement
এমবিআর/আরআইপি