বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ৪-১ গোলে হারার পর কেউ আশা করেনি রোমা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল খেলবে। তবে সেই অবিশ্বাস্য কাজটি সাধন করেছে ইতালির দলটি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ৩-০ গোলের জয় তুলে নেয় দলটি। আর দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা, একটি অ্যাওয়ে গোলের কারণে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি।
Advertisement
এদিকে এ ম্যাচেও গোলের দেখা পাননি বার্সা তারকা মেসি। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রায় পাঁচ বছর কোন গোল শূন্য থাকলেন পাঁচবারের এই বর্ষসেরা তারকা।
অবিশ্বাস্য হলেও সত্য যে, শেষ পাঁচ বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচে গোল করতে পারেননি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। ২০১২-১৩ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে গিয়েছিল বার্সেলোনা। ২ এপ্রিলের ওই ম্যাচে ৩৮ মিনিটে গোল পেয়েছিলেন মেসি।
এরপর শেষ আটে ১০ ম্যাচ খেলে ফেলেছেন মেসি, কিন্তু আর গোলের দেখা পাননি। নিজেদের মাঠে রোমার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচেও গোল শূন্য ছিলেন মেসি। ফিরতি পর্বেও থাকলেন গোল শূন্য।
Advertisement
এমআর/জেআইএম