দেশজুড়ে

সরকারবিরোধী স্ট্যাটাস, সেই আজিজের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ফেক আইডি খুলে সরকারবিরোধী স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতার সেই মঈন আজিজের (৪৭) বিরুদ্ধে ৫৭ ধারায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।

Advertisement

রোববার রাতে ডিবি পুলিশের এসআই মনিরুজ্জামান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে এ মামলা করেন। এর আগে ১৬ মার্চ ফতুল্লার ৭৮/৩ নিউ চাষাঢ়া জামতলার নিজ বাসা থেকে মঈন আজিজকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছিল ডিবি।

ওই সময়ে তার কাছ থেকে একটি ওয়াকিটকি হ্যান্ডসেট, ৮৫টি সিম, ৪৪টি মোবাইল, ৬টি রাউটার, ৩টি কম্পিউটারের হার্ডডিস্ক ও ১৩টি মেমোরিকার্ড জব্দ করে ডিবি। গ্রেফতার মঈন আজিজ শহরের নিউ চাষাঢ়া জামতলার মৃত. আব্দুল আজিজের ছেলে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজালাল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঈন আজিজকে কয়েকদিন আগে ডিবি পুলিশ গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তথ্য উদঘাটন করে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

শাহাদাত/এএম/এমএস