নিদাহাস ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় টাইগাররা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
Advertisement
তবে বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ। ম্যাচের আগে কলম্বোয় হানা দিয়েছে বৃষ্টি। দুপুর আড়াইটায় বৃষ্টি শুরু হয়। তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। যদিও আবহাওয়া রিপোর্টে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। বলা যায়, আচমকাই বৃষ্টি নেমেছে। যদিও, বৃষ্টি এরই মধ্যে বন্ধ হয়ে গেলে, খেলা শুরু করতে বিলম্ব হওয়ার কথা নয়।
তবে বিকেল ৪টার খবর, বৃষ্টি থেমে গেছে। যদিও আকাশে ঘনকালো মেঘ রয়েছে। পাঁচটায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্টে এখন দেখাচ্ছে, বিকাল ৫টার দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ ভাগ। তবে সন্ধ্যা ৭টার দিকে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সে হিসেবে, খেলা যথা সময়েই মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।
প্রথম ম্যাচে ভারতের সামনে ১৪০ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। রুবেল, মোস্তাফিজ আর তাসকিন মিলে ৪টি উইকেটের পতন ঘটাতে পারলেও সহেজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। সেই শ্রীলঙ্কারই মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
Advertisement
ঘরের মাঠে ত্রিদেশীয় (ওয়ানডে ফরম্যাটে) সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজেও বিধ্বস্ত হয়েছে টাইগাররা। এবার লঙ্কানদের ঘরের মাঠেই তাদের বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের ঘুরে দাঁড়ানোর মিশনে কতটা সফল হয় টাইগাররা, সেটাই দেখার বিষয়।
এমআর/আইএইচএস/জেআইএম