লাইফস্টাইল

অসুখী মানুষ চিনবেন যেভাবে

অসুখী মানুষদের সঙ্গ আমরা কেউই পছন্দ করি না। এরা নিজেরা যেমন ভালো থাকতে জানেন না, তেমনই অন্যদের জীবনও নেতিবাচক করে তোলেন। ভালোবাসার বদলে এদের জীবনে প্রাপ্য হয় করুণা। নিজেদেরই কিছু অভ্যাসের কারণে এরা অসুখী থেকে যায় সারা জীবন।

Advertisement

জীবনে কোনোকিছু নিয়েই এরা সন্তুষ্ট নন। সবকিছু নিয়েই এরা ক্রমাগত অভিযোগ করে যান।

আরও পড়ুন : জেনে নিন কারা আপনাকে গোপনে ঈর্ষা করে

এরা যেমন আত্ম সমালোচনায় ভোগেন, তেমনই অন্যদের প্রতিও সবসময়ই নেতিবাচক। কারো মধ্যেই ভালো কিছু দেখতে পান না।

Advertisement

এরা জীবনে সাম্য বজায় রাখতে পারেন না। উচ্চাকাঙ্ক্ষায় আয়-ব্যয়ের হিসাব রাখতে পারেন না। ফলে জীবনে অতিরিক্ত খরচ এক সময় ঋণের পাহাড়ের সামনে এনে দাঁড় করিয়ে দেয়।

জীবনে দুঃখের সঙ্গে যুঝতে নেশাগ্রস্ত হয়ে পড়েন এরা। আর তারপর নেশাগ্রস্ত, অসুখী জীবনই কাটিয়ে দেন।

ভুল সবাই করেন। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাই আমরা। যারা অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন, অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না।

অধিকাংশ সময়ই এরা ভবিষ্যতের চিন্তায় মশগুল থাকেন। কখনো আকাশ-পাতল ভাবনা, কখনো ভয়। ফলে বর্তমান সময়ে মনোনিবেশ করেন না।

Advertisement

এরা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না। ভয়ের তাড়নায় কাজ করেন বা ঝুঁকি নিতে ভয় পান। তাই জীবনে কখনোই সাফল্য আসে না।

জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব, পরনিন্দা-পরচর্চা নিয়েই মেতে থাকেন এরা।

আরও পড়ুন : হার্ট অ্যাটাক সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা

এরা কাউকে ক্ষমা করতে পারেন না। মনের মধ্যে রাগ, বিদ্বেষ পুষে রাখেন।

সমস্যা সবার জীবনের আসে। সমস্যার সমাধান খুঁজে বের করি আমরা সবাই। কিন্তু অসুখী মানুষরা সমস্যার সমাধান খোঁজের বদলে সমস্যা আরও বড় করে দেখেন। অন্যের জীবনেও এরা সমস্যা নিয়ে আসেন। আনন্দবাজার

এইচএন/পিআর