দেশজুড়ে

কক্সবাজার শিল্পকলা একাডেমির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার পর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

Advertisement

এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন বকুল, মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, যুগ্ম সম্পাদক শামীম আকতার ও খোরশেদ আলম। সদস্য নির্বাচিত হয়েছেন কাইছারুল হক জুয়েল, মোহাম্মদ রিদুয়ান, মানসী বড়ুয়া, এম. জসিম উদ্দিন ও আসিফ নূর চৌধুরী। রিটার্নিং অফিসার জানান, কক্সবাজার শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির ১০টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে ১৭ ডিসেম্বর শিল্পকলা একাডেমির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে ৩ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এবারের নির্বাচনে মোট ৩৪৮ জন ভোটারের মধ্যে ৩৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারের উপস্থিতির হার ৯৫ দশমিক ৪ শতাংশ।

জেডএ

Advertisement