দেশজুড়ে

৬ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়।

Advertisement

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়াসহ উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় অাটকা পড়েছে কয়েকশ যানবাহন। তাছাড়া নদী এলাকায় শীতের তীব্রতা একটু বেশি। এতে অাটকা পড়া যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

এরঅাগে ভোর সোয়া ৪টার দিকে নদীতে ঘন কুয়াশা পড়ায় নৌদুর্ঘটনা রোধে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, ঘন কুয়াশার কারণে এ রুটে অাজ ভোর সোয়া ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

Advertisement

তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে বলে জানান তিনি।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি