খেলাধুলা

কন্ডিশনকে কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫ জানুয়ারি মাঠে গড়াবে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের অপর দল শ্রীলংকা। প্রতিটি দল পরস্পর দু’বার করে মুখোমুখি গবে গ্রুপ পর্বে। রাউন্ড রবিন লিগ শেষে সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ২৭ জানুয়ারি শেরেবাংলা স্টেডিয়ামেই হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা। এরপরই রইয়েছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সিরিজ।

Advertisement

আসন্ন এই ব্যস্ত সূচিতে নিজেদের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে দেশকে ভাল কিছু উপহার দিতে চান টেস্টে বাংলাদেশ দলের নতুন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

শ্রীলংকা দলের প্রশংসার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাসের কথাও জানিয়ে দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি বলেন, ‘শ্রীলংকা অনেক ভাল একটি দল। যদিও ওরা ভারতের কাছে সিরিজ হেরে তবেই বাংলাদেশে আসছে। তবে আমি মনে করি, এই সিরিজের প্রতি তাদের আলাদা নজর থাকবে। আর আমরাও অনেক ভালো রিদমে আছি। খুব ভাল একটা সিরিজ হবে আশা করি এবং যেহেতু আমাদের নিজেদের মাটিতে খেলা সেহেতু, আমরা আত্মবিশ্বাসী যে কন্ডিশনকে কাজে লাগিয়ে ভাল কিছু করতে পারবো।’

কন্ডিশন এবং প্রতিপক্ষ পরিচিত হওয়ার কারণে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে ভাল করার সম্ভাবনা দেখছেন মাহমুদুল্লাহ। তার মতে, ‘বছরের শুরুটা যদি আমরা ভাল করতে পারি। যেহেতু আমাদের কন্ডিশনে খেলা। আমরা কন্ডিশন ভাল চিনি। আর প্রতিপক্ষ সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমাদের। সুতরাং, আমাদের ভাল খেলাটা অবশ্যই দরকার, ভাল রিদম পাওয়ার জন্য। বছরের শুরুতে আমরা যদি ভাল সূচনা পাই, তাহলে অনেক এগিয়ে যেতে পারবো। সামনে দেশের বাইরে অনেক খেলা আছে। তো আপনি ভাল খেললে অবশ্যই আত্মবিশ্বাস পাবেন।’

Advertisement

দলে প্রধান কোচ না থাকায় কোন সমস্যা হবে কি না? এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় না হবে। কারণ সুজন ভাই আছেন, রিচার্ড (হ্যালসল) আছেন, ওয়ালস আছেন। তো ইউনিট হিসেবে আমরা অনেক ভাল টিম। তারপরও নতুন শুরু। তাই এখানে ভাল করা খুব গুরুত্বপূর্ণ।’

এমএএন/আইএইচএস/আইআই