আন্তর্জাতিক

৫ মিনিটেই চুরি হয় ৬০ লাখ ডলারের সোনার কমোড

যুক্তরাজ্যের ব্লেনহেইম প্রাসাদ থেকে সোনার তৈরি একটি কমোড চুরি হয়েছিল। এই ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে মাত্র পাঁচ মিনিটের ‌দুঃসাহসী অভিযানে ৬০ লাখ ডলারের ওই সোনার কমোডটি চুরি করা হয়। আদালতের এক শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

২০১৯ সালের সেপ্টেম্বরে একদল লোক ভোর রাতের দিকে প্রাসাদের ভেতরে ঢুকে ১৮ ক্যারেটের সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানায়। কমোডটি আসলে একটি শিল্পকর্ম। এর নাম রাখা হয়েছিল আমেরিকা।

ইতালীয় এক শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনীর একটি অংশ ছিল এই কমোডটি। গত ঐতিহ্যবাহী প্রাসাদে একটি শিল্প প্রদর্শনীর অংশ হিসেবেই টয়লেটটি সংযুক্ত করা ছিল এবং সেটি ব্যবহারযোগ্য অবস্থায় ছিল।

যারা প্রাসাদ পরিদর্শন করতে যেতেন তাদেরকে এটি ব্যবহার করতে আমন্ত্রণ জানানো হতো। সেখানে যাতে লম্বা লাইন তৈরি হয়ে না যায় সেজন্য প্রত্যেককে সর্বোচ্চ তিন মিনিট করে সময় দেওয়া হতো। ১৮শ শতাব্দীর ব্লেনহেইম প্রাসাদ বিশ্ব ঐতিহ্যের অংশ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল এই ভবনে।

Advertisement

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্লেইনহেইম প্রাসাদের কাঠের দরজা ভেঙে প্রবেশ করে দুটি গাড়ি। এতে ছিল পাঁচ আরোহী। লনের মাঝ দিয়ে দ্রুতগতিতে পার হয়ে সরাসরি ভবনের সামনে থামে গাড়িগুলো। হাতুড়ি-শাবলসহ বের হয় গাড়িতে থাকা লোকজন। এরপর প্রাসাদের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা।

ঠিক পাঁচ মিনিটের মধ্যেই গাড়ির কাছে ফিরে আসে দুর্বৃত্তরা। সে সময় তাদের হাতে টয়লেটের বিভিন্ন খণ্ডিত অংশ দেখা যায়। চুরি করা জিনিসগুলো গাড়িতে করে নিয়ে পালিয়ে যায় তারা।

নর্থাম্পটনশায়ারের ওয়েলিংবোরোর একজন ৪০ বছর বয়সী ব্যক্তিকে ওই চুরির ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তার নাম জেমস শিন। যারা ব্লেনহাইম প্যালেস থেকে সোনার কমোড চুরি করেছেন তিনি ওই পাঁচজনের মধ্যে ছিলেন। এই ঘটনার পুরোটাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়ি দুটিকে ট্র্যাক করে ওই দুর্বৃত্তদের আটক করা হয়। এই ঘটনার বিচারকাজ এখনও চলছে। পুলিশের ধারণা, চুরির পর সোনার কমোডটি টুকরো টুকরো করে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের আদলে ভারতে চালু হচ্ছে ‘সর্বজনীন পেনশন স্কিম’ মোদীর সামনেই ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আদালতকে জানানো হয়, ঘটনাস্থলেই ওই শাবলগুলো ফেলে যাওয়া হয়েছিল। পুরো অভিযানটি মাত্র পাঁচ মিনিটেই শেষ হয়।

Advertisement

টিটিএন