আন্তর্জাতিক

জেরুজালেমে দূতাবাস সরাবে গুয়াতেমালা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসরণে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে গুয়াতেমালা। রোববারই গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস নিশ্চিত করেছেন, তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবেন তিনি।

Advertisement

রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জিমি মোরালেস জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আজকে আমি কথা বললাম। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেম স্বীকৃতি দেয়ার ব্যাপারে আমাদের মধ্যে কথা হয়েছে।

তিনি আরও জানান, তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ব্যাপারে কথা হয়েছে। গুয়াতেমালার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসান টুইটারে এক বার্তায় জানান, গুয়াতেমালা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সূত্র : আল জাজিরা

কেএ/পিআর