আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি উ. কোরিয়া

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন।

Advertisement

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ভিয়েনায় সাক্ষাৎকালে তিনি এ সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে জানিয়েছেন।

তবে এ ব্যাপারে টিলারসন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য চলতি সপ্তাহে পিয়ংইয়ং গেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা জেফরি ফেল্টম্যান। গত ছয় বছরের মধ্যে ফেল্টম্যানই প্রথম জাতিসংঘ কর্মকর্তা হিসেবে উত্তর কোরিয়া সফরে গেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, উত্তর কোরিয়া নিরাপত্তা গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়। বিষয়টি আমরা সমর্থন করতে প্রস্তুত আচি। এ ধরনের আলোচনার সুবিধার্থে অংশগ্রহণে প্রস্তুত আছি। আমাদের মার্কিন সহকর্মীও এটি শুনতে পেয়েছেন।

Advertisement

সূত্র : গার্ডিয়ান

কেএ/এমএস