শিক্ষা

ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৯-২১ ডিসেম্বর

ঢাকা মহানগরের সরকারি স্কুলে ভর্তি কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণির ভর্তি লটারি ২৬ ডিসেম্বর আয়োজন করা হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা চলবে ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

Advertisement

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সভাকক্ষে ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ‘এ’ ‘বি’ ও ‘সি’ এই তিনটি ক্লাস্টারে আওতাভুক্ত করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১৩টি, ‘বি’ ক্যাটাগরিতে ১২টি ও ‘সি’ ক্যাটাগরিতে ১২ বিদ্যালয় রয়েছে।

সব স্কুলে একযোগে অনলাইন আবেদন কার্যক্রম ১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। গত বছরের চাইতে আবেদন ফি ২০ টাকা বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটকের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। www.dshe.gov.bd এবং www.teletalk.com সাইটে আবেদনপত্র পাওয়া যাবে।

Advertisement

জানা গেছে, ২৬ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি প্রভাতি শাখায় সকালে এবং দিবা শাখায় দুপুরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণিতে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ৫০ নম্বরে ও চতুর্থ থেকে অষ্ট শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরে পরীক্ষার আয়োজন করা হবে। ভর্তি সংক্রান্ত সব বিষয় একটি মূল ও তিনটি নির্ধারিত সাব-কমিটি মনিটরিং করবে।

‘এ’ ক্যাটাগরির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর, ‘বি’ ক্যাটাগরির ২০ ডিসেম্বর এবং ‘সি’ ক্যাটাগরির ২১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর সব পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ১ জানুয়ারি থেকে সব শ্রেণির ক্লাস কার্যক্রম শুরু হবে।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিদ্যালয় শাখার পরিচালক ড. মো. আবদুল মান্নান জাগো নিউজকে বলেন, রাজধানীর সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ও লটারির সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি কমিটির উপস্থিতিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালনায় চারটি কমিটির সদস্যরা কাজ করবেন। কোথাও কোনো অনিয়ম করা হলে দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

এমএইচএম/জেডএ/জেআইএম