সাত দিন পর আগামীকাল (শনিবার) মাঠে নামবে রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে কাগজ-কলমে রংপুর শক্তিশালী হলেও, তাদের দুর্বলতা ঠিকই জানেন কুমিল্লার স্বত্বাধিকারী নাফিসা কামাল। আজ (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
Advertisement
রংপুরের দুর্বলতা জানার কারণে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বলেই জানান নাফিসা। তিনি বলেন, 'যখন যে টিমকে আমরা ফেস করবো সেভাবেই আমরা প্রস্তুত থাকবো। আমরা রংপুরের দুর্বলতা জানি, তাই সেভাবেই প্রস্তুত আছি। আমাদের ব্যাটিং লাইন আপের এখনও বড় কোন চ্যালেঞ্জ হয়নি। যদি হয় তাহলে সেটি তারা প্রামাণ করতে পারবে।'
এদিকে কুমিল্লা দলের দুই নির্ভরযোগ্য আফগান ক্রিকেটার নবী ও রশিদ চলে যাচ্ছে কাল। তবে তাদের পরিবর্তে দলে যুক্ত হচ্ছে তিন পাকিস্তানি। এই বিষয়টিও সাংবাদিকদের নিশ্চিত করেছেন নাফিসা কামাল। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, 'রশিদ আর নবী যাচ্ছেন কিন্তু স্বল্প সময়ের জন্য। তাদের দুবাইতে তিনটি ম্যাচ আছে। ঐ ম্যাচ খেলেই আবার বিপিএলে খেলতে চলে আসবেন। অন্যদিকে তাদের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন পাকিস্তানি তিন ক্রিকেটার শোয়েব মালিক, হাসান আলী ও ফখর জামান।
দুই আফগান চলে যাওয়াতে খুব একটা দলে প্রভাব পরবে না বলেও মনে করেন নাফিসা । তার মতে, ' আসলে এটা আমরা আগে থেকেই জানি কে আসবে কে যাবে। তাই ওভাবেই চিন্তা করা হয়েছে কার জায়গায় কে খেলবে। তাই মনে হয় না এটি দলের জন্য কোন সমস্যা হবে।'
Advertisement
এখনো ব্যাটসম্যানদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বলে কুমিল্লার ব্যাটসম্যানরা এখনও ভালো করছেন না বলেই মনে করেন দলটির মালিক। তার মতে, 'আসলে আমরা এখনো ওই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। তাই আমরা খুব আরামেই ব্যাটিং করে যাচ্ছি।কিন্তু আমরা আশা করি বড় কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলে সেভাবে ব্যাটিং করবো। '
এমএএন/এমআর/এমএস