ধর্ম

কাজাখাস্তানের জনবহুল স্থানে নামাজখানা নির্মাণের উদ্যোগ

মধ্য এশিয়ার গণতান্ত্রিক দেশ কাজাখাস্তান। সম্প্রতি দেশটি গ্রহণ করেছে এক প্রশংসনীয় উদ্যোগ। মুসলিম অধিবাসীদের ইবাদত-বন্দেগির সুবিধার্থে তাদের জন্য দেশটির সব পাবলিক প্লেসে নামাজ পড়ার স্থান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisement

এ উদ্যোগ গ্রহণে এগিয়ে এসেছে দেশটির জনসংখ্যা ও ধর্মীয় মন্ত্রণালয়।

কাজাখাস্তানের জনসংখ্যা ও ধর্মীয় মন্ত্রণালয় সেদেশের পাবলিক স্থানসমূহের মধ্যে ট্রেন স্টেশন, ইন্টারসিটি টার্মিনাল, বিমানবন্দর এবং ধর্মীয় গ্রন্থ বিক্রয় ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহে নামাজের জন্য সুনিদ্দিষ্ট স্থান নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে।

তবে দেশটির পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, নামাজের স্থান নির্মাণে সরকারি স্থাপনা থেকে দূরত্ব হতে হবে কমপক্ষে ৩০০ মিটার। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

Advertisement

কাজাখাস্তানের জনবহুল এলাকায় নামাজের স্থান নির্মাণ করার এ প্রশংসনীয় উদ্যোগ অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করবে।

বিশ্বের প্রতিটি দেশেই স্বাতন্ত্র ধর্মীয় স্থাপনা নির্মাণ করা প্রয়োজন। কেউ যেন তাদের নিজস্ব ধর্ম পালনে বিড়ম্বনার স্বীকার না হয় সে দিকটিও বিবেচনায় রাখা উচিত।

স্বাতন্ত্র ধর্মীয় স্থাপনা নির্মাণে বিশ্বের যে কোনো দেশেই ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় শান্তি এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে।

এমএমএস/জেআইএম

Advertisement