বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের বিরুদ্ধে আদালতের সামনে মানববন্ধন করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন কয়েকশ ভুক্তভোগী।
এদিন সকাল ৯টা থেকে আদালত এলাকায় জড়ো হন ভুক্তভোগীরা। এরপর সকাল ১০টা থেকে মানববন্ধন শুরু করেন তারা। এ সময় বাশারের দেওয়া বিভিন্ন ভুয়া চেকের কাগজ দেখান অনেকে। ভুক্তভোগীরা ‘হুঁশিয়ার সাবধান’; ‘হই হই রই রই, বাশার তুই গেলি কই’; ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা, শিক্ষা নিয়ে প্রতারণা, চলবে না, চলবে না’; ‘বিচার চাই বিচার চাই, বাশারের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন
Advertisement
মানববন্ধনে ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক শাহজাহান সরকার বলেন, ‘ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার ও তার নিয়োগকৃত ৩০-৩৫ জন কাউন্সিলরের চটকদার-চাটুকার বিজ্ঞাপন ও নানাবিধ প্রলোভন দেখাতেন। তারা পাঁচ বছরের ভিসাসহ উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্য কানাডা, আমেরিকা, লন্ডন, ইতালিসহ ইউরোপের দেশগুলোতে পাঠানোর নামে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ভুয়া অফার লেটার দেখিয়ে চার হাজার কোটি টাকারও বেশি প্রতারণা করেছেন। আমাদের কোনো দেশে পাঠাননি। এছাড়া টাকা ফেরতের নামে একাধিক চুক্তি করা সত্ত্বেও টাকা ফেরত দেননি।’
তাহমিনা আক্তার মুন্নী নামে আরেক অভিভাবক বলেন, ‘আমরা খায়রুল বাশার ও তার গংদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছি। অসংখ্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে। কিন্তু মামলার পরপরই আসামিদের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। গত ২৩ আগস্ট টাকা দেওয়ার কথা বলে বিএসবি অফিসের সামনে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ভয়ানক জুলুম-নির্যাতন ও ব্যাপক মারধর করে তাড়িয়ে দিয়েছে। আমরা তার বিচার চাই।’
এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ তাকে আদালতে আনা হবে।
এমআইএন/ইএ/এমএস
Advertisement