প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সরকার দেশের মানবসম্পদ উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। এজন্য কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারের বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে ইতোমধ্যে দেশে মোট শিক্ষার্থীর ১৪ ভাগ কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে, যা পর্যায়ক্রমে ৫০ ভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
Advertisement
আইডিইবি ভবনে প্রাইভেট পলিটেকনিক ওনার্স এসোসিয়েশনের (বিপিপিওএ) বার্ষিক সম্মেলন এবং এসডিজির লক্ষ্য অর্জনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বেসরকারি খাতের অংশগ্রহণ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ইতোমধ্যে জাতীয়ভাবে অনেক অর্জন সম্ভব হয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত। অগ্রগতির এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে জনমিতি সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও কাজ করতে হবে।
মানবসম্পদ উন্নয়নে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট উদ্যোক্তাদের ব্যাপক ভূমিকা রয়েছে উল্লেখ করে মুখ্য সমন্বয়ক বলেন, এ সেক্টরের বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। সরকারি সুযোগকে কাজে লাগিয়ে মানসম্পন্ন শিক্ষা সুনিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মনজুরুল কাদের, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান। সেমিনারে পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (এ্যাক্রোডিয়েশন) এস এম শাহজাহান। মূল বক্তব্য উপস্থাপন করেন মো. শামসুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেলি ইয়াসমীন।
Advertisement
এফএইচএস/এমআরএম/ওআর