ভ্রমণ

পাবনায় সুচিত্রা সেনের বাড়ি

পাবনা শহরের গোপালপুর এলাকার হেমসাগর লেনে রয়েছে সুচিত্রা সেনের বাড়ি। বাড়িটি এখন ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসেবে পরিচিত। এ বছরের ৬ এপ্রিল দর্শনার্থীদের খুলে দেওয়া হয়েছে বাড়িটি। পাবনা জেলা প্রশাসন বাড়িটির দেখভাল করছে।

Advertisement

বৈশিষ্ট্য বাড়ির মূল ফটক দিয়ে ঢুকে বিরাট উঠান পার হয়ে সিঁড়িবারান্দা। তারপর মূল ঘরগুলো। ঘরের দেয়ালজুড়ে ছোট–বড় ফ্রেমে বাঁধানো মহানায়িকার ছবি। যাতে ফুটে উঠেছে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি। দেয়ালে রয়েছে নানা কথার ফেস্টুন। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান।

আরও পড়ুন- নৌপথে ভ্রমণের সঙ্গী ময়ূরী

টিকিটপ্রধান ফটকে গিয়ে ১০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট দেখিয়ে প্রবেশ করতে পারবেন ভেতরে।

Advertisement

খোলাপ্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘুরতে পারবেন সবাই।

এসইউ/এমএস