চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। গেল ৬ অক্টোবর মুক্তির পর থেকেই ছবিটি বাজিমাত করে চলেছে। ঢাকাসহ সারাদেশে ছবিটি প্রচুর ব্যবসা করছে। বিশেষ করে রাজধানীর সবগুলো সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহেও জমে উঠেছে ঢাকা অ্যাটাকের ব্যবসা।
Advertisement
দর্শকদের আগ্রহের কারণে যমুনা ব্লকব্লাস্টারে দ্বিতীয় সপ্তাহ থেকে তিনটি শোয়ের পরিবর্তে বর্তমানে পাঁচটি করে শো চলছে প্রতিদিন। সবগুলো শো-ই যাচ্ছে হাউজফুল। এরমধ্যে আবার অগ্রিম টিকেট ছাড়াও সরেজমিয়ে সিনেমাহলে এসে টিকেট না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।
এদিকে স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা অ্যাটাক’র ব্যবসা আরও বেশি জমজমাট। হলটির শীর্ষ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেল চমকপ্রদ খবর। তিনি বললেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবি যে সফল হবে সেটা মুক্তির প্রথমদিন থেকেই টের পাচ্ছি। প্রথমে তিনটি করে শো চালিয়েছি। মাঝে কিছুটা বিরতি গেলেও আবার ছবিটি দেখতে উপচে পড়ছে দর্শকের ভিড়। দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন পাঁচটি করে শো চালাচ্ছি। আর গেল শুক্রবার ছয়টি শো চালাতে হয়েছিলো দর্শক চাহিদার জন্য।’
মেজবাহ উদ্দিন বলেন, ‘এই মাস পুরোটাই ‘ঢাকা অ্যাটাক’ চালানো হবে। শতভাগ হাউজফুল যাচ্ছে প্রতিটি শো। ব্যবসায়িকভাবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শন করতে পেরে খুশি। দর্শকরাও এনজয় করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, অর্ধেক ছবি দেখে দর্শকরা হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এমনটা চোখে পড়িনি।’
Advertisement
যোগ করে বলেন, ‘এই বছরে সিনেপ্লেক্সে যতগুলো ছবি চলেছে তারমধ্যে বাম্পারহিট ছবি ‘ঢাকা অ্যাটাক’। আমাদের দেশীয় নির্মাতারা যারা ছবি নির্মাণ করেন তাদের উচিত ঢাকা অ্যাটাকের মতো এন্টারটেইনিং ছবি বানানো। তাহলে দর্শকরা খুশি থাকবেন, আমাদের ব্যবসাও ভালো চলবে।’
শুধু সিনেপ্লেক্স নয়, ঢাকার বলাকা, ব্লকবাস্টার, শ্যামলী সবগুলো হলেই সন্তোষজনক ব্যবসা করছে ‘ঢাকা অ্যাটাক’। দ্বিতীয় সপ্তাহেও প্রতিটি শোতে দর্শকদের উপস্থিত চোখে পড়ার মতো-এমনটাই দাবি ঢাকা অ্যাটাক ছবির পরিবেশক টাইগার মিডিয়ার জাহিদ হাসান অভি’র।
ঢাকা অ্যাটাক পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এটি তার পরিচালিত প্রথম ছবি। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন, আলমগীর, হাসান ইমাম, এবিএম সুমন, নওশাবা, তাসকিন রহমান, নিকুল প্রমুখ।
এলএ
Advertisement