জাগো জবস

সফলতার জন্য যা দরকার

সফলতার জন্য যা দরকার

জীবনের সফলতার গল্পে আত্মবিশ্বাস যেমন জরুরি, আত্মবিশ্বাসহীনতাও তার চেয়ে কম জরুরি কিছু নয়। প্রবল আত্মবিশ্বাসী মানুষগুলোর ভেতরে ক্রমশই দুর্বিনীত হয়ে ওঠা অহমিকা দেখেছি। সেই অহমিকাজুড়ে, ‘আমার কোন ভুল নেই, আমি ভুল কিছু করতে পারি না’ টাইপ ভাবনা দেখেছি, আচরণ দেখেছি।

Advertisement

এই মানুষগুলো ক্রমাগত অন্যকে ডিফাইন করতে শুরু করে। নিজেকে ভাবতে শুরু করে সব কিছুর এক ও অদ্বিতীয় মানদণ্ড। তার ভাবনাজুড়ে তখন কেবল থাকে, ‘অনলি আই অ্যাম রাইট!’ সে ভাবতে থাকে, তার আশপাশে ঘটা সব ঘটনা, সব মানুষকে ব্যাখ্যা করার, সংজ্ঞায়িত করার অধিকার কিংবা দায়িত্ব কেবল তার!

এই ভাবনা এক ধরনের অসুস্থতা। এই আত্মবিশ্বাস আসলে আত্মঘাতি। এটি তাকে অন্যের কাছ থেকে শিখতে বাঁধা দেয়। এটি তাকে হেরে যাওয়া মুহূর্তে হার মেনে নিয়ে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বদলে জিঘাংসু করে তোলে। প্রতিহিংসাপরায়ণ করে তোলে। এটি তাকে ভেতরে ভেতরে ক্রমশই করে তোলে ফাঁপা। সে শেখার চেয়ে, জানার চেয়ে অনেক বেশি বাগাড়ম্বরে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করে।

আরও পড়ুন- সদিচ্ছা আর শ্রদ্ধাবোধ থাকলে পরিবর্তন হবেই : রুহুল আমিন

Advertisement

সে ভুল করেও মেনে নিতে পারে না, তার ভুল হতে পারে। সে ক্রমশই ‘আমিত্ব’তাড়িত এক অসুস্থ মানুষে পরিণত হয়। এটি ভয়াবহ ক্ষতিকর। তার নিজের জন্যই। কিন্তু এই মানুষগুলো ততদিনে ওই প্রবল ঔদ্ধত্য দিয়ে এতটাই নিসঃঙ্গ হয়ে যায় যে, কেউ তাকে আর বলতেও আসে না, আপনি ভেতরে ভেতরে ঘুণে ধরা চকমকে আসবাব হয়ে গেছেন। যার ভেতরটা ফাঁপা। কিচ্ছু নেই, কিচ্ছু না।

এজন্যই খানিকটা আত্মবিশ্বাসহীন হওয়া জরুরি। তাহলে শেখার, জানার, নিজের সীমাবদ্ধতা বোঝার আগ্রহটা থাকে। নিজেরও অসংখ্য ভুল হতে পারে, এই বোধটুকু থাকে। দুর্বিনীত, উদ্ধত হতে দ্বিধা হয়। মনে হয়, যদি আমি ভুল হই? এই ভাবনাটা মানুষকে বিনয়ী করে তোলে। এই ভাবনা ‘আমি পারি’ বলার বদলে মানুষকে বলতে শেখায়, ‘আমি পারবো’।

‘পারি’ থেকে ‘পারবো’র ফারাক ঢের বেশি। ‘পারি’র চেয়ে ‘পারবো’র শক্তি অনেক অনেক বেশি। অনেক অনেক সম্ভাবনার, অনেক অনেক এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন- পাঙ্গাসের আচার রফতানি করা সম্ভব : ড. সালাম

Advertisement

‘আমি পারি’ এই ভাবনা মানুষকে ভুল করতে শেখায়, উদ্ধত হতে শেখায়। আর ‘আমি পারবো’ মানুষকে শেখায় আরও পরিশ্রমী হতে, একনিষ্ঠ হতে, অধ্যবসায়ী হতে, স্বপ্ন দেখতে। এই স্বপ্নরা ক্রমাগত ওই ‘পারবো’তে সওয়ার হয়ে উড়ে উড়ে ছুটে যায় আকাশের সীমানায়। ছুঁয়ে দিতে চায় স্বপ্নের সবটুকু সীমানা।

এসইউ/জেআইএম