অধিকৃত পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী ঈসাইয়া এলাকায় ফিলিস্তিনিদের ভবন ভেঙে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ১০ বছর আগের তৈরি ওই ভবন মঙ্গলবার সকালে ভেঙে ফেলা হয়।
Advertisement
বার্তা সংস্থা মা’য়ানকে স্থানীয়রা জানান, ফিলিস্তিনি নাগরিক আবদুল্লাহ হামদান ওই বাড়িটি তৈরি করেছিলেন। ইসরায়েলি পুলিশ বুলডোজার দিয়ে ওই ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভেঙে ফেলা ভবনের নিচতলায় দোকানপাট এবং দোতলায় লোকজন বসবাস করতো।
ভবনটি ভেঙে ফেলার কারণে কত সংখ্যক ফিলিস্তিনি পরিবার ঘরছাড়া হয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী ১০ বছর অাগে ওই ভবনটি আবদুল্লাহ হামদান নির্মাণ করেছিলেন।
তবে ভবনটি ভেঙে ফেলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জেরুজালেম পৌরসভার মুখপাত্র।
Advertisement
সূত্র : মিডল ইস্ট মনিটর।
কেএ/এসআইএস/পিআর