দেশজুড়ে

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৬২ লাখ টাকার চেক প্রতারণা মামলা

বরিশালের ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে ৬২ লাখ ৩৭ হাজার টাকা চেক প্রতারণার মামলা করা হয়েছে।

Advertisement

সোমবার দুপুরে নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হোসেন বাদী হয়ে চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন। নাহিদ কাশিপুর ইছাকাঠির মৃত সিরাজুল হকের ছেলে এবং বিএম কলেজের বাকসুর আদলে গঠিত অবৈধ কর্ম পরিষদের জিএস।

মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, বাদী জাহিদ ও ছাত্রলীগ নেতা নাহিদ একসঙ্গে ব্যবসা করতেন। একপর্যায়ে নাহিদের কাছে জাহিদের পাওনা হয় ৬২ লাখ ৩৭ হাজার টাকা।

Advertisement

টাকা চাইলে আজ না কাল এভাবে দীর্ঘদিন ঘুরাতে থাকে। অবশেষে গত ২১ জুন বরিশাল প্রিমিয়ার ব্যাংক শাখার অনুকুলে ওই পরিমাণ টাকার চেক প্রদান করেন।

গত ৪ জুলাই চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় গতকাল রোববার নাহিদকে আইনি নোটিশ প্রদান করে জবাব চাওয়া হয়। নাহিদ কোনো জবাব না দেয়ায় বাদী মামলা করেন।

সাইফ আমীন/এএম/এমএস

Advertisement