আন্তর্জাতিক

দুই দশক পরে হিন্দু মন্ত্রী পেল পাকিস্তান

দুই দশকের বেশি সময় পরে হিন্দু মন্ত্রী পেল পাকিস্তান। দর্শন লাল নামের ওই মন্ত্রী পেশায় চিকিৎসক। প্রধানমন্ত্রী খাকান আব্বাসির অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসেবে তিনি পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে সংযোগ রক্ষার দায়িত্ব পালন করবেন। এর আগে দেশে শেষ বারের মতো হিন্দু মন্ত্রী হয়েছিলেন পাকিস্তান হিন্দু পার্টির প্রতিষ্ঠাতা রানাচন্দ্র সিং।

Advertisement

শুক্রবারই খাকন আব্বাসির নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। মোট ৪৭ জন সদস্যের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ২৮ জন এবং রাষ্ট্রমন্ত্রী ১৯ জন। ওই ১৯ জনের একজন হলেন দর্শন লাল।

২০১৩ সালে পিএমএল-এন থেকে দ্বিতীয় বারের মতো ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হয়েছিলেন তিনি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার মীরপুরের মাথেলার বাসিন্দা দর্শন লাল।

গত সপ্তাহে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এরপর গত বুধবার অন্তর্বতী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খাকান আব্বাসী।

Advertisement

টিটিএন/এমএস