আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বাম মোর্চা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়া, দুর্নীতি-লুটপাট-দখলদারিত্ব বন্ধ, জনদুর্ভোগ লাঘব এবং মহাজোট ও জোট এর বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা বিশেষ সংবাদ সম্মেলন থেকে প্রস্তাব ও আশু দাবি ঘোষণা করবে।
রাজধানীর পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ১ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এইউএ/ওআর/আরআইপি
Advertisement