সুদানের রাজধানী খার্তুমে ফ্লাইট বৃদ্ধির ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।বর্তমানে দুবাই-খার্তুম রুটে পাঁচটি সাপ্তাহিক ফ্লাইট চলাচল করলেও ৮ আগস্ট থেকে প্রতিদিন একটি করে সপ্তাহে মোট সাতটি ফ্লাইট চালাবে এমিরাটস।
Advertisement
অতিরিক্ত দুটি ফ্লাইট মঙ্গল ও রোববার পরিচালিত হবে। ফলে এ রুটে আসা-যাওয়ার ক্ষেত্রে সপ্তাহে সাতশ করে অতিরিক্ত সিট পাওয়া যাবে।
এমিরাটস কর্তৃপক্ষ জানায়, আগের মতো অতিরিক্ত ফ্লাইটগুলোও বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে পরিচালিত হবে। উড়োজাহাজের প্রথম শ্রেণিতে আটটি বিলাসবহুল ব্যক্তিগত স্যুইট, বিজনেস শ্রেণিতে ৪২টি লাই-ফ্ল্যাট আসন এবং ইকোনমি শ্রেণিতে ৩০৪টি আরামদায়ক যাত্রী আসন রয়েছে।
যাত্রীরা এমিরেটস ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ২৫০০ চ্যানেলের মাধ্যমে আধুনিক ও জনপ্রিয় বিভিন্ন ছায়াছবি, মিউজিক, অডিও বুক ও গেমসসহ অন্যান্য আকর্ষণীয় প্রোগ্রাম উপভোগের সুযোগ পাবেন। এ ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন ফ্যামিলিবান্ধব প্রোডাক্ট ও সেবা।
Advertisement
আরএম/এএইচ/এমএস