দেশজুড়ে

দেশের সকল স্থানে হাইস্পিডের ইন্টারনেট সংযোগ দেয়া হবে : পলক

২০১৮ সালের মধ্যে দেশের সকল স্থানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হাইস্পিডের ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Advertisement

শনিবার দুপুরে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের আয়োজনে আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে আইসিটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রফতানি করা সম্ভব। এই আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনিং শেষে দক্ষ জনশক্তি ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবে।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলআইসিটির প্রজেষ্ট ডিকেরক্টর রেজাউল করিম এনডিসি, এলআইসিটি প্রজেষ্ট কম্পোনেন্ট টিম লিডার সামি আহম্মেদ প্রমুখ।

Advertisement

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম