জাতীয় পার্টি কুয়েত শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় কুয়েত সিটির গুলশান হোটেলে এই আয়োজন করা হয়।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুয়েত শাখার সভাপতি আলহাজ মাহমুদ আলী।
সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ( লুদাই মিয়া ), সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, সৈয়দ মুহিদুর রহমান , আব্দুর রশিদ, নাসির উদ্দিন, রমিজ উদ্দিন ভান্ডারী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আন্তর্জাতিক সম্পাদক জামাল উদ্দিন টিটু, জয় শেখ, মুজাম্মিল আলী, মশাহীদ আলী, আখতার খাঁন, আমিনুর রহমান, মোহাম্মদ এহসান,আফতাব আলী, প্রকৌশলী হারুণুর রশীদ, গিয়াস উদ্দিন রুমি প্রমুখ।
সমাপনী বক্তব্যে আলহাজ্ব মাহমুদ আলী বলেন, পল্লী বন্ধুর নয় বছরের শাসনামলে দেশের যে উন্নয়ন হয়েছিল জনগণ এখনও তা ভুলতে পারেনি। পরবর্তীতে আওয়ামী লীগ-বিএনপির দীর্ঘ ২৭ বছরে শাসন আর শোষণে মানুষ আজ অতিষ্ঠ।
Advertisement
তিনি বলেন, দেশের জনগণ এখন অনুধাবন করতে পেরেছে রাষ্ট্র পরিচালনায় পল্লী বন্ধুর কোনো বিকল্প নেই, সুতরাং মান-অভিমান ভুলে দেশ এবং প্রবাসের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় নিতে হবে।
এমএমজেড/পিআর