হারলে বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর থেকে। আর জিতলে টিকে থাকবে শেষ চারের স্বপ্ন। তবে জিতলেও তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের দিকে। এমন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
Advertisement
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দুপুরের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বৃষ্টি নিয়ে চিন্তা করে লাভ নেই। বৃষ্টি নামলেও তো কিছু করার নেই। শেষ চারে যাওয়ার আগে দুটি ধাপ। শেষটা ভালো করতে হবে। পরে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার ম্যাচের দিকেও। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। এখন শুধু ওই ম্যাচ নিয়েই ভাবছি। এ ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে আমাদের সফরটাও ভালো হবে।’
উল্লেখ্য, কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।
Advertisement
এমআর/জেআইএম