মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা জেলা ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রছাত্রী ও অভিভাবক ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
Advertisement
বক্তারা বলেন, পরীক্ষার তিন মাস পূর্বে এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এর আগে কখনও দ্বিতীয়বার পরীক্ষার্থীদের নম্বর কাটা হয়নি। নম্বর কাটার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জন্য মারাত্মক হুমকি। ৫ নম্বর কাটার সিদ্ধান্ত আমাদের মেডিকেল চান্স পাওয়ার সম্ভাবনাকে ক্ষীণ করে দিচ্ছে। আমাদের মেধার মূল্যায়ন না করতেই এটা করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রায়হান চৌধুরী, তানভীর আহমেদ, সিহাব, মোহসিন হোসেন প্রমুখ।
এএস/এমআরএম/জেআইএম
Advertisement