দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন বা প্রবিধান প্রণয়নে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
Advertisement
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়ন সংক্রান্ত ওই সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরক্তি সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) এএইচএম জিয়াউল হককে।
আগামী ১৪ কার্যদিবসের মধ্যে কমিটিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কাস্টমস, এনবিআর, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স, ও প্রাইভেট (কার্গো) এয়ারলাইন্সের প্রতিনিধির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
Advertisement
ইতোমধ্যে পাস হওয়া সিভিল কর্তৃপক্ষ আইনের আওতায় এই রেগুলেশন প্রণীত হবে বলে জানিয়েছে সূত্র।
সভায় মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব এএইচএম আবুল হাসনাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরএম/এমএমএ/এমএস
Advertisement