যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ও ডিউক অফ এডিনবার্গ চলতি শরতে রাজ দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। এর আগে ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসে এক জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকের পর পর ফিলিপের পদত্যাগের ঘোষণা এসেছে প্যালেস থেকে।বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজপরিবারের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, রানির সমর্থনেই ব্রিটিশ প্রিন্স ফিলিপ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
Advertisement
তবে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী তিনি আগামী আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে পারবেন। তবে নতুন কোনো আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না।
আগামী মাসে ৯৬ বছরে পা রাখবেন ব্রিটিশ এই প্রিন্স। ৭৮০টিরও বেশি সংস্থার পৃষ্ঠপোষক, সভাপতি অথবা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রাজ দায়িত্ব ছাড়লেও এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন ফিলিপ।
বাকিংহাম প্যালেস বলছে, তিনি এখন থেকে কোনো সভায় যোগদানের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করবেন না।
Advertisement
এসআইএস/আরআইপি