জাতীয়

রাইজিং সান পদক পেলেন সাবেক বিমান বাহিনী প্রধান এ জি মাহমুদ

জাপানের সম্মানসূচক ‘অর্ডার অব দি রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার’ পদক পেয়েছেন বাংলাদেশের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল টিবিটি পিএসএ (অব.) এ জি মাহমুদ।শনিবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ‘স্প্রিং ইম্পেরিয়াল ডেকোরেশন ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে ১০৫ জন বিদেশি নাগরিকের মধ্যে পদকের জন্য নির্বাচিত এ জি মাহমুদের নাম ঘোষণা করা হয়।১৯৭৭ সালে জাপানের রেড আর্মি কর্তৃক ছিনতাই হওয়া জাপান এয়ারলাইন্সের একটি প্লেনে জিম্মি উদ্বার এবং জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করেছে জাপান।ওই সময় বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব.) এ জি মাহমুদ জাপান সরকার ও হাইজ্যাককারীদের মধ্যে মধ্যস্থতা করেন। পাশাপাশি জিম্মিদের জীবন রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে হাইজ্যাকারদের সঙ্গে সমঝোতা বিধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।তার এ প্রচেষ্টার ফলেই সেদিন ১৫১ জন জিম্মির সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এজি মাহমুদের বয়স বয়স ৮৩ বছর।জেপি/এমএমএ

Advertisement