আন্তর্জাতিক

রাশিয়ার পাতাল রেলে হামলার কিছু দৃশ্য

রাশিয়ার পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণে আহত হয়েছে আরো অন্তত ৫০ জন।

Advertisement

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো পাতাল ট্রেনে দুটি বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের পর মেট্রো স্টেশন থেকে ৫০ জনের বেশি আহত মানুষকে দ্রুত সরিয়ে নেন উদ্ধার কর্মীরা।

বিস্ফোরণে প্রাণে বেঁচে যাওয়া মানুষের আতঙ্ক যেনো কাটছেই না।

Advertisement

ক্ষতস্থানে রুমাল চেপে রক্ত বন্ধের চেষ্টা করছেন বিস্ফোরণে আহত একজন।

ধারণা করা হচ্ছে, পাতাল রেলে হামলায় বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে।

স্টেশনের বাইরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। চারদিকে সতর্ক দৃষ্টি রাখেন নিরাপত্তারক্ষী বাহিনী।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়।

Advertisement

বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে মোমবাতি প্রজ্বালন করেন সাধারণ মানুষ।

কেএ/টিটিএন/জেআইএম