নওগাঁর মহাদেবপুরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে হাফিজুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজুর একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গত কয়েক দিন আগে জেল থেকে বেরিয়েছে। দুপুরে তার মোটরসাইকেলে হাফিজুর রহমান মহাদেবপুর সদরের দিকে রওয়ানা হয়। এসময় পেছন থেকে পুলিশের দুই কর্মকর্তা তাদের তাড়া করে। তাড়া খেয়ে কানাপাড়া পর্যন্ত যাওয়ার পর মোটরসাইকেল থেকে নেমে পড়েন হাফিজুর। এসময় পালিয়ে যায় রাজ্জাক। মোটরসাইকেল থেকে নেমেই দৌঁড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পরে যান হাফিজুর রহমান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশের দুই কর্মকর্তা এএসআই রথিন চন্দ্র ও এএসআই আলমাস কাজ শেষ করে শিবরামপুরের দিক থেকে আসছিলেন। এসময় ওই মাদক ব্যবসায়ীরা তাদের সামনে পরলে মোটরসাইকেল যোগে তারা পালাতে চেষ্টা করে। এসময় মোটরসাইকেল থেকে নেমে পালাতে গিয়ে হাফিজুর স্ট্রোক করে। পরে স্থানীয়রা তার মাথায় পানি ঢালে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আব্বাস আলী/এমএএস/আরআইপি
Advertisement