ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ), দেশের সব অধস্তন আদালতসহ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু করার আগে ১ মিনিট নীরবতা পালন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
Advertisement
একই সঙ্গে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সব জেলা জজশিপ এবং ম্যাজিস্ট্রেসিতে আগামী ৩ দিন যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।
Advertisement
এফএইচ/এমআইএইচএস/জিকেএস