দেশজুড়ে

রোহিঙ্গা নির্যাতন চরম মানবাধিকার লঙ্ঘন

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করায় বাংলাদেশের এ মুহূর্তে অন্যতম করণীয় মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, বর্ণনা অনুসারে চরম নির্মমতার শিকার হয়েছেন রোহিঙ্গারা। একটি দেশের সামরিক বাহিনীর কাছ থেকে নিরস্ত্র মানুষের ওপর এমন নির্যাতন কখনো কাম্য নয়। যে চিহ্ন রোহিঙ্গারা বহন করছে তা, পৃথিবীর ইতিহাসে চরম মানবাধিকার লঙ্ঘন। আশ্রিত এ জীবন সত্যি মানবেতর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ও নিবন্ধিত এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বসবাসকারীদের জীবনাচার দেখে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, সরকার যদি রোহিঙ্গাদের অন্যত্র নিয়ে যেতে চাই তাহলে ওই স্থানটা বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে। সেখানে যেন রোহিঙ্গাদের মানবাধিকার কোনভাবে লঙ্ঘিত না হয় তা বিবেচনায় রাখতে হবে।সকাল ১০টার দিকে কুতুপালং অনিবন্ধিত ও নিবন্ধিত দুইটি ক্যাম্প পরিদর্শনে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজি রিয়াজুল হক। এরপর বেলা ১২টার দিকে তিনি উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যান। পরে পরিদর্শন করেন উখিয়ার কুতুপালং কমিউনিটি ক্লিনিক। এসময় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুউদ্দিন শিবলী, আইএমও ন্যাশনাল প্রোগ্রাম কর্মকর্তা ডা. মহিউদ্দিন খান, ডা. আলাপন চাকমা ও অজিত কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।   সূত্র জানায়, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে আলাপ আলোচনা করেন। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

Advertisement