ক্যাম্পাস

মোবাইল নম্বর না থাকায় পেটালেন ছাত্রলীগ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ দলীয় কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের দু`গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাতে হল গেটে তালা দিয়ে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দও শোনা যায়।জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাবির শহীদ মাদারবক্স হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী এক কর্মীকে মারধরের ঘটনায় রাবি শাখার সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারিদের মধ্যে এ উত্তেজনা বিরাজ করছে।রাবি ছাত্রলীগের সভাপতি কিবরিয়ার অনুসারী সাদ্দাম হোসেন, হল শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ১২-১৫ জন নেতাকর্মী রাত ১১টার দিকে শহীদ মাদারবক্স হলে `পলিটিক্যাল ব্লক` করার বিষয়ে অতিথি কক্ষে আলোচনায় বসেন। এসময় তারা ২১১ নম্বর কক্ষের বাসিন্দা ছাত্রলীগ কর্মী আব্দুস সালামকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। রাবি শাখার সভাপতি ও সম্পাদকের মোবাইল নম্বর না থাকায় সভাপতির অনুসারী সাদ্দাম, এক পর্যায়ে বাকির অনুসারী সালামকে বেধড়ক মারধর করেন।পরে ১১৯ নম্বর কক্ষের বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাব্বিরকে ডেকে তাকেও হুমকি-ধামকি দেয় সভাপতির অনুসারীরা।এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ১১টার দিকে হল গেটে তালা ঝুলিয়ে ৩৫-৪০ জন নেতাকর্মী নিয়ে অবস্থান নেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকি। ফলে সভাপতি কিবরিয়ার অনুসারীরা হলে অবরুদ্ধ হয়ে পড়ে।বিষয়টি জানাজানি হলে অন্য আবাসিক হলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।তবে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাকি বিষয়টি মানতে নারাজ হন। এক পর্যায়ে বাকি মোবাইলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের আশ্বাসে শান্ত হয়। কিছুক্ষণ পর তৃতীয় ব্লক থেকে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী হলে অবস্থান করছিলেন বলে জানা গেছে।তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সভাপতির অনুসারি সাদ্দাম হোসেন বলেন, সে (সালাম) যার সঙ্গে ছাত্রলীগ করুক, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের নম্বর রাখা উচিত। সেটা তার কাছে নেই, এজন্য `খুব বকাঝকা` করা হয়েছে।জানতে চাইলে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, হল নেতৃবৃন্দের সঙ্গে বাকির একজন ছোট ভাইয়ের ভুল বোঝাবুঝি হয়েছিল। জানতে পেরে আমি ও সাধারণ সম্পাদক রুনুসহ অন্যরা গিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।তবে মীমাংসা হয়নি দাবি করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকি বলেন, শুধুমাত্র আমার সঙ্গে রাজনীতি করায় সালামকে মারধর করা হয়েছে।তিনি বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটনের আশ্বাসে ছাত্রলীগ নেতাকর্মীরা শান্ত হয়েছে, বিষয়টি মীমাংসা হয়নি।এফএ/পিআর

Advertisement