একুশে বইমেলা

দুই বাউলের জীবন কথা মিলছে বইমেলায়

সুফি আর মরমিবাদের পথ ধরেই মানুষ স্রষ্টার সান্নিধ্য পেতে চায়। উপমহাদেশে শুদ্ধ সুফিবাদ চর্চার অন্যতম পুরধা বাউল সাধক আলেপ চান শাহ ওরফে আলফু দেওয়ান। বহু ভাষার সমন্বয় ঘটিয়ে এ অঞ্চলে আধ্যাত্মিক গানে আলফু দেওয়ানের কোনো জুড়ি নেই। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে সুর-সাধনা যে সেতু হতে পারে, তারই নজির মেলে আলফু দেওয়ানের গানে।দুই বাংলায় পালা গানের (কবি গানের ভিন্ন রূপ) স্রষ্টাও বলা হয় তাঁকে। প্রায় শত বছর আগে রচিত তার অসংখ্য আধ্যাত্মিক-মুর্শিদি গান নিয়েই বাংলায় চলছে শুদ্ধ সঙ্গীত সাধন। আলফু দেওয়ানের যোগ্য উত্তরসূরী (সন্তান) মালেক দেওয়ান আর খালেক দেওয়ানও সুফি সাধনায় বাউল জগতে স্বমহিমায় উদ্ভাসিত। বংশ পরম্পরায় দেওয়ান পরিবারের গানওয়ালা সাধক পুরুষ এখন মালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান। সাধক খবির দেওয়ানের পুত্র আরিফ দেওয়ান সমানতালে লিখছেন আর গাইছেন দেহ-আত্মার গান। গানেই তার সাধন-ভজন। গানেই তার মুক্তি। বাউলের আলোকময় জীবনগাঁথা নিয়ে ঘুরছেন দেশ-বিদেশেও।বাউল-সাধক আরিফ দেওয়ানের জীবনের উপর রচিত বই মিলছে এবারের মেলায়। আরিফ দেওয়ান : জীবনকথা ও গান শিরোনামে বইটি সম্পাদনা করেছেন তারই ছোট ভাই শাকির দেওয়ান। আলোকায়ন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। লেখক শাকির দেওয়ানও গানের ভুবনে সমান বিচরণ করছেন।লেখকের আমিরী সংগীত নামে আরেকটি বই বের হয়েছে এবারের মেলায়। বাউল- সাধক ক্বারী আমির উদ্দিনের সৃষ্টি নিয়েই মূলত বইটি লেখা। নওরোজ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল্য ৭৫০ টাকা।এএসএস/ওআর/জেআইএম

Advertisement