লাইফস্টাইল

জিনিসপত্র ঝকঝকে রাখবেন যেভাবে

প্রতিদিনের ব্যবহারে ব্যবহার্য জিনিসপত্র একটু পুরানো, একটু অনুজ্জ্বল হয়ে যেতেই পারে। আর তা ঝকঝকে করে তুলতে প্রয়োজন সঠিক যত্নের। সেই যত্নও নিতে হবে একটু যত্ন করে। সঠিক উপায়ে যত্ন না নিলে হিতে বিপরীত হতে পারে। নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের জিনিসটি। তাই চলুন জেনে নিই ঘরদোর আর শখের জিনিসপত্র ঝকঝকে রাখার সঠিক উপায় কোনগুলো-১. চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পালিশ করুন।২. কাঠের আসবাবপত্র ঠাণ্ডা চা-পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন। ঝকঝকে হয়ে উঠবে।৩. ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।৪. ফ্লানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে দাগধরা জানালার কাঁচে ঘষুন। কাঁচ ঝকঝক করবে। কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন। সেখানকার দাগ উঠবে।৫. জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে পানি আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।৬. ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে। এইচএন/এমএস

Advertisement