দেশজুড়ে

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী প্রতারক আটক

বরিশালের  উজিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে তৈরি করা ভুয়া সার্টিফিকেট জমা দেয়ায় রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে উজিরপুর উপজেলার যাচাই বাছাই কমিটির সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস এমপি ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রাসেল উপজেলার যোগীরকান্দা গ্রামের মৃত আ. গফুর হাওলাদারের ছেলে।যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা গেছে, ওটরা ইউনিয়নের অনলাইনে আবেদনকৃত ৫৪ জনের যাচাই-বাছাই হয়। দুপুরে ৩টার দিকে ওই ইউনিয়নের যোগীরকান্দা গ্রামের মৃত আ. গফুর হাওলাদারের ছোট ছেলে রাসেল হাওলাদার তার বাবার মুক্তিযোদ্ধার একটি সার্টিফিকেট প্রদান করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে তৈরি করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটি ধরা পড়ে যায় যাচাই-বাছাই কমিটির কাছে । ভুয়া প্রমাণিত হওয়ায় উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের কাছে রাসেলকে সোপর্দ করা হয়। অন্যদিকে ২৩ জন আবেদনকারীর যাচাই-বাছাই শেষে সাতজনকে সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়। অাটজনকে পুনঃবিবেচনায় রাখা হয়েছে এবং আটজনকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, যাচাই-বাছাই কমিটির কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে তৈরি  করা ভুয়া সার্টিফিকেট জমা দেয়। এ ঘটনায় রাসেল হাওলাদার নামে এক যুবককে পুলিশে সোপর্দ করলে আটক করে থানায় নিয়ে আসা হয়।সাইফ আমীন/এএম/আরআইপি

Advertisement