আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্শনারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। প্রতারণাপূর্ণ প্রশাসন ও অবৈধ সমিতি গঠনের অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া বিচারক জুলিয়ান এরকলিনি তার সম্পত্তি থেকে ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার জব্দ করার নির্দেশ দিয়েছেন। তবে ক্রিস্টিনা ফার্নান্দেজ আগে থেকেই তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্রিস্টিনা ফার্নান্দেজ বলছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেমূলক যা বর্তমান প্রেসিডেন্ট মরিসিও মাকরির ষড়যন্ত্র। জেডএ/পিআর
Advertisement