জাতীয়

শীর্ষ জঙ্গি মুসাকে ধরতে অভিযান চলছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর দক্ষিণখান আশকোনায় হাজিক্যাম্পের কাছে একটি জঙ্গি আস্তানা ঘিরে যে শীর্ষ জঙ্গিনেতা মুসার নাম এসেছে সে বাংলাদেশেই রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।বড়দিন উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কাকরাইলের একটি গির্জা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, মুসা একাধিক জঙ্গি ও সন্ত্রাসী হামলার তালিকাভুক্ত আসামি। সে জেএমবির তালিকাভুক্ত সদস্য।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশকোনার ঘটনা নতুন কিছু নয়। এটি গুলশান হামলারই ধারাবাহিকতা।আশকোনায় বিপুল গোলাবারুদ পাওয়া গেছে বলে যে খবর এসেছে সে প্রসঙ্গে কমিশনার বলেন, অনেক সময় এসব অস্ত্র ও গোলবারুদ স্থানীয়ভাবে তৈরি হয়। তবে এগুলো স্থানীয় না-কি বিদেশি তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরো বলেন, এর আগেও বাংলাদেশে উগ্রবাদ ছিল তবে তা টিকতে পারেনি। নতুন করে যে উপসর্গ দেখা দিয়েছে তাও টিকতে পারবে না।এদিকে, বড়দিন উপলক্ষে রাজধানীর ৬২টি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০ নং বাসাটি ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজন নিহত হন।জেইউ/বিএ/এমএস

Advertisement