খেলাধুলা

আবারো মোস্তাফিজ বন্দনায় মেতেছে সাতক্ষীরা

আবারো মোস্তাফিজ বন্দনায় মেতেছে সাতক্ষীরা

সাতক্ষীরার অজো পাড়া গাঁ থেকে জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার। খুব স্বল্প সময়ে আলোচিত কাটার মাস্টারের সাফল্যের ঝুড়িতে এবার আইসিসির উদীয়মান তারকা ক্রিকেটারের উপাধি। আইসিসির পক্ষ থেকে এমন ঘোষণার পর আনন্দিত গোটা সাতক্ষীরাবাসী। অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সর্বসাধারণ মানুষ। মোস্তাফিজ আগামীতে উদীয়মান তারকা ক্রিকেটার নয়, আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হবেন এমন প্রত্যাশা করছেন সকলে।শহরের আমতলা মোড় এলাকার ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, কালিগজ্ঞের তেঁতুলিয়া গ্রামের মোস্তাফিুর রহমান আইসিসির উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় আমরা সাতক্ষীরাবাসী গর্বিত। আইসিসির উদীয়মান তারকা ক্রিকেটার হিসেবে এই প্রথম সাতক্ষীরার ছেলে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। মোস্তাফিজের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশ তথা সাতক্ষীরার নাম আরেকবার উচ্চারিত হলো।এই সাফল্যের কারণে আরো ক্রিকেটার উজ্জীবিত হবে, উৎসাহ পাবে। এমন অভিমত ব্যক্ত করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু জাগো নিউজকে বলেন, আমরা চাই মোস্তাফিজের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক। এদিকে, নিজেকে খুব আনন্দিত ও গর্বিত মনে করছেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমীর পরিচালক মোস্তাফিজুর রহমানের কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু। তিনি বলেন, মোস্তাফিজুর রহমানের কোচ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।মোস্তাফিজের এ সাফল্যে উৎসাহিত ও উজ্জীবিত হয়েছেন বলে জানালেন সুন্দরবন ক্রিকেট একাডেমির খেলোয়াড় সাদিকুর রহমান।মোস্তাফিজকে জাতীয় সম্পদ উল্লেখ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, এক দেড় বছর আগেও মোস্তাফিজ সাতক্ষীরার সম্পদ ছিল; কিন্তু এখন সে গোটা দেশের সম্পদ। আন্তজার্তিক ক্রিকেটারে পরিণত হয়েছে। ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছে দুই উইকেট পেয়েছে। প্রত্যাশা করি সে শুধু উদীয়মান সেরা প্লেয়ারই নয় আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হোক।` এদিকে, এ সাফল্যকে ঘিরে সাতক্ষীরার সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তাফিজ। আকরামুল ইসলাম/আইএইচএস

Advertisement