জাতীয়

স্বর্ণপদক পেলেন ড. মাহফুজুর রহমান

ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশকে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।সম্প্রতি ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বৌদ্ধ ইতিহাসের প্রখ্যাত পণ্ডিত অতীশ দীপংকর শ্রীজ্ঞান এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও বহু প্রতিষ্ঠানের জনক মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের শান্তি স্বর্ণ পদক প্রদান করা হয়।বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।তিনি বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ-বিদেশের বিশিষ্ট নাগরিকের হাতে পদক তুলে দেন। গণমাধ্যমে অবদানের জন্য ড. মাহফুজুর রহমান ছাড়াও অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক পেয়েছেন ড. আ. আ. ম. স আরেফীন সদ্দিক (শিক্ষা ও মানবতায় অবদান), দক্ষিণ কোরিয়ার ম্যান হি লি (বিশ্ব শান্তি ও আন্ত: ধর্মীয় শান্তি), চীনের ঝুকাং তু ডেংকেজকে (অতীশ দীপঙ্করের শিক্ষা প্রচার) এবং থাইল্যান্ডের ভান্তে ফ্রাকু সামু খামান সালাগাম (সমাজ সেবা)।২০০১ সাল থেকে ১৩টি দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বর্ণ পদক দিয়েছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।উল্লেখ্য, ইতোপূর্বে ২০১০ সালে বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণ পর্দক লাভ করেন ড. মাহফুজুর রহমান। এছাড়াও তিনি পেয়েছেন বিশ্বখ্যাত মাদার তেরেসা, মহাত্মা গান্ধী রিচার্স কাউন্সিল, চাইল্ড ওয়েলফেয়ার, জাপান বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধুত্ব, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা পদক, ইবাইস গোল্ড মিডিয়া অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল কমিটমেন্ট মিডিয়া গোল্ড অ্যাওয়ার্ড, আইসিবি মিডিয়া অ্যাওয়ার্ড,‘এশিয়ান ব্রডকাষ্টার অব দ্য ইয়ার, ‘ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড, জার্নালিষ্ট ডেভলপমেন্ট, খুলনা সিটি কর্পোরেশন সম্মাননা, গ্ল্যামার মিডিয়া, বাউল চ্যারিটি, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স পদকসহ বহু সম্মাননা ও পদক।এমএএস/আরআই

Advertisement