আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত ১৪

বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর তিনটি ছাউনিতে এক হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, এই আক্রমণে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।নিরপত্তা বাহিনী বলছে, নিহতদের মধ্যে ৯ পুলিশ কর্মকর্তা রয়েছে। রোববার ভোরের দিকে নিরাপত্তা চৌকিতে ওই হামলা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। তবে রাখাইন রাজ্যের একজন কর্মকর্তা হামলার জন্যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) -কে দায়ী করেছেন।কর্মকর্তারা বলছেন, আক্রমণকারীরা তিনটি ছাউনিতে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র ও বেশ কয়েকটি বন্দুক লুট করে নিয়ে গেছে। মিয়ানমারের এই রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার রোহিঙ্গা।এসআইএস/আরআইপি

Advertisement